কুষ্টিয়ায় শ্রমিকদের সঙ্গে বৈঠক, বুধবার বাস চলাচলের আশা
কুষ্টিয়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল হক বলেছেন, ‘শ্রমিকদের সঙ্গে সন্ধ্যার পর তাদের কার্যালয়ে বৈঠক হবে। বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হবে বলে তিনি আশা করছেন।’
বাস চলাচল স্বাভাবিক রাখতে এবং ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
কুষ্টিয়ায় ৩ দিন ধরে বাস চলাচল বন্ধ থাকার ফলে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন তার কার্যালয়ে এ সভার আহ্বান করেন।
জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘জনগণকে জিম্মি করে এ ধরনের কর্মসূচি দেওয়া ঠিক না। যেহেতু ৩ দিন ধরে জেলার মানুষ চরম দুর্ভোগের মধ্যে আছে। কাজেই বাস চলাচল স্বাভাবিক করে দেওয়ার আহ্বান জানান তিনি।’
কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, ‘দেশে গাড়ি বাড়ছে, সবকিছু বাড়ছে। সেই অনুপাতে সড়ক প্রশস্ত নয়, ভাঙাচোরা। এতে দুর্ঘটনা হয়। এ ছাড়া আইনের ৩০২ ধারায় বাসচালকের বিরুদ্ধে যে মামলা হয়, এই ধারা মাথায় নিয়ে কোনো চালকই গাড়ি চালাতে চান না।’
এক শ্রমিক নেতা অভিযোগ করেন, ‘বাস চালাতে গেলে প্রতি মুহূর্তে সড়কে পুলিশের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। বর্তমানে যে আইন কার্যকর হয়েছে, তা আপাতত শিথিল চান ওই নেতা। বাসের ফিটনেস নবায়ন, চালকদের লাইসেন্সসহ যেসব ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে তারা আইন প্রয়োগে শিথিলতা চান।’
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।