কুষ্টিয়ায় শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান
কুষ্টিয়া জেলা ট্রাকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কর্মরত অসহায় ও পঙ্গুত্ব বরণ করা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাকলরি শ্রমিক ইউনিয়নের (১১১৮) উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ৫০ জনের মাঝে ২ লাখ ৪ হাজার টাকা অনুদান দেয়া হয়।
সংগঠনের সভাপতি মাহাবুল হাসান রানা এ সময় আহত ও দুর্ঘটনাজনিত কারণে মারা যাওয়া শ্রমিকের পরিবারের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস, প্রচার সম্পাদক আজাদুল ইসলাম তারেকসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি মাহাবুল হাসান রানা বলেন, ‘ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাকলরি শ্রমিকরা বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। আবার সড়ক দুর্ঘটনায় অনেকেই পঙ্গুত্ব বরণসহ মারাও যান। আমরা সংগঠনের নিজস্ব তহবিল থেকে সেসব শ্রমিক ও পরিবারের মাঝে এই অনুদানের অর্থ তুলে দেই। এবার আমরা ৫০ জন শ্রমিকের পরিবারের মাঝে ২ লাখ ৪ হাজার টাকা অনুদান দিয়েছি।’