গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুর আটক
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিউটি বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় বিউটির শ্বশুর আব্দুর মজিদ মিয়াকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সিধনগ্রাম থেকে বিউটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিউটি ওই গ্রামের আল-মামুন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বিউটির শোবার ঘরের পাশে ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। এ সময় মামুনসহ বাড়ির লোকজন পলাতক ছিলো। তবে বিউটিকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে বিউটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার শ্বশুরকে আটক করা হয়েছে।