গাইবান্ধার ৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শতভাগ বিদ্যুতায়ন হলো গাইবান্ধার তিনটি উপজেলা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া, পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির প্রমুখ।

জেলা প্রশাসক আব্দুল মতিন মিয়া বলেন, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলা এখন শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন