গাইবান্ধা জেলা প্রশাসনের বিশেষ সভা
গাইবান্ধার তিনটি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ, গাইবান্ধা পৌর সভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ও গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ।
জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, 'গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হবে। আগামী বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'