গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

অভিযুক্ত প্রিন্স মিয়া, ছবি; বার্তাটোয়েন্টিফোর.কম

অভিযুক্ত প্রিন্স মিয়া, ছবি; বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধায় সাঘাটা উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রিন্স মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ নভেম্বর) সকালে সাঘাটা উপজেলার উল্যাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রিন্স মিয়া পেশায় অটোবাইক চালক। সে উপজেলার রাঘবপুর গ্রামের আব্দুস ছালামাদ মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, মেয়েটি গত ৩ নভেম্বর স্কুল থেকে একা বাড়ি ফিরছিলো। পথিমধ্যে প্রিন্স বাড়ি পৌঁছে দেবার কথা বলে মেয়েটিকে অটোবাইকে তোলে। এরপর সে মেয়েটিকে অপহরণ করে স্থানীয় একটি বাড়িতে আটকে রেখে ৮ দিন ধরে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

এদিকে, মেয়েটি নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যরা বোনারপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে।

বোনারপাড়া পুলিশ ফাঁড়ি থানার ইনচার্জ এনায়েত কবির বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, প্রিন্সকে সকালে উল্যাবাজার এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। ছাত্রীটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রিন্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।