ঘূর্ণিঝড় বুলবুল: বরগুনায় ১১০ কিমি বেগে ঝড়ো হাওয়া

  ঘূর্ণিঝড় বুলবুল
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনায় ১১০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইছে, এতে গাছ, ঘরবাড়ি ভেঙে পড়েছে/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরগুনায় ১১০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইছে, এতে গাছ, ঘরবাড়ি ভেঙে পড়েছে/ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ৯০-১১০ কিলোমিটার বেগে বরগুনার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হওয়া। দুপুর পর্যন্ত দমকা বাতাস ও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক।

রোববার(১০ নভেম্বর) সকাল ৯টা থেকে ৯০-১১০ কি.মি গতিতে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল।

বিজ্ঞাপন

সরজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বুলবুলের কারণে বসতবাড়ি, গাছপালা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ও ধান ক্ষেতের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। তালতলী উপজেলায় বুলবুলের তাণ্ডবে ৩টি ঘর উড়িয়ে নিয়েছে।

বরগুনায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

এদিকে বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ছোটলবন গোলা গ্রামের  খালগোড়া নামক স্থানের বেড়িবাঁধ ভেঙে গেছে। সেখানে কোনো স্লুইচ গেট না থাকায় নদীর জোয়ারের পানি তীব্র আকারে ওয়াবদা ঘরসাইটে প্রবেশ করায় ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছ।   

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কম’কে বলেন, ৯০-১১০ কিলোমিটার বেগে বরগুনার ওপর দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল দূর্বল হয়ে অতিবাহিত হচ্ছে। ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়টি বরগুনার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝড়ো বাতাস রয়েছে। সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।