গোপালগঞ্জে ঘূর্ণিঝড়ে গাছচাপায় নিহত ২

  ঘূর্ণিঝড় বুলবুল
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য গাছ

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য গাছ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে গাছচাপা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন—কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের হাওলাদার (৭০) এবং সদর উপজেজেলার গোলাবাড়িয়া গ্রামের মতি বেগম (৬৫)।

রোববার (১০ নভেম্বর) রাতে জেলা প্রশাসন তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গোপালগঞ্জের বিভিন্ন গ্রামে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে সবজি ক্ষেতের।

রোববার সকাল থেকে জেলার কোথাও বিদ্যুৎ সংযোগ নেই। গাছপালা ভেঙে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে রয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী গাছপালা কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছে। জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম।