৭টি স্বর্ণের বারসহ বাসযাত্রী আটক
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৭টি স্বর্ণের বারসহ তাওয়াবুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)- এর সদস্যরা।
শনিবার (৯ নভেম্বর) ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী এসবি পরিবহনে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলোসহ তাকে আটক করা হয়।
আটক তাওয়াবুর মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল রফিকুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টরের ২নং গেটের সামনে মেহেরপুরগামী এসবি পরিবহনে তল্লাশি চালানো হয়।
পরে তাওয়াবুর রহমানে এক যাত্রীর দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা ৫০০ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটক তাওয়াবুরকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।