ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের এনএস রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে গত ২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন, সেই মামলায় রাকিবকে গ্রেফতার করা হয়।
ছাত্রলীগের পদ পেতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আর্থিক লেনদেন এবং একজনকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দিতে আর্থিক লেনদেনের দুটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্কের মুখে পড়েন রাকিব। এরপর থেকে ইবি ছাত্রলীগের বড় একাংশ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল এবং সাধারণ সম্পাদক রাকিবের বহিষ্কারের দাবিতে আন্দোলন করে আসছিলো। গত দুই মাসে কয়েকবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যান ছাত্রলীগের এই নেতা।