পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার দূরে বুলবুল
ঘূর্ণিঝড় বুলবুলবরগুনায় ঘূর্নিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতি মূলকসভা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে জেলা ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের পাশাপাশি সিপিপি, রেডক্রিসেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দূর্যোগ চলাকালীন সময় এবং দূর্যোগ পরবর্তী সময় করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ঘূর্নিঝড় বুলবুল পায়রা সমুদ্র বন্দর থেকে মাত্র ৫৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তাই জেলার সকল সরকারি দফতরের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করা হয়েছে সাড়ে ৭ হাজার স্বেচ্ছাসেবক, ৪২টি মেডিকেল টিম ও সার্বক্ষণিক সহযোগিতার জন্য ৮টি কন্ট্রোল রুম খোলা রয়েছে। ঘূর্নিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুত রয়েছে বরগুনা।