গাইবান্ধায় বাস-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্ঘটনা কবলিত বাস-হিউম্যান হলার, ইনসেটে   আরিফ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুর্ঘটনা কবলিত বাস-হিউম্যান হলার, ইনসেটে আরিফ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর নামক স্থানে বাস ও হিউম্যান হলারের (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক আরিফ মিয়া (২২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই গাড়ির অন্তত ২৫ যাত্রী।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া পলাশবাড়ীর ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের সনজু মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন জানান, সকালে লেগুনাটি ধাপেরহাট থেকে যাত্রী নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে মহেশপুর নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে লেগুনার চালক আরিফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন দুই গাড়ির অন্তত ২৫ যাত্রী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান মাসুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন