অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটক যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আটক যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিমকে আটক করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ড।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১২ সি,পি,সি-১ কুষ্টিয়ার একটি অভিযানিক দল বৃহস্পতিবার বিকেলের দিকে সদর উপজেলার স্বস্তিপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আলিমকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত মো. আব্দুল আলিম কুষ্টিয়ার সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের মাদার মন্ডলের ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন