ঘুষের টাকাসহ সাব রেজিস্ট্রার আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঘুষের টাকাসহ কুষ্টিয়া সদর উপজেলা সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া এই অভিযানে নেতৃত্ব দেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সমন্বিত জেলা দুদক কর্মকর্তারা রেজিষ্ট্রার অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ ওই দু’জনকে আটক করেন। আটককৃতরা হলেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪ হাজার ৪শ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
দুদকের পক্শ থেকে সংবাদকর্মীদের ব্রিফিং/ ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম  

সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ জাকারিয়া বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দীর্ঘদিন ধরে এই সাব-রেজিস্টার অফিসে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে দলিলের ন্যায্যমূল্য থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ছিলো। সদর উপজেলা সাব রেজিস্ট্রার এই অনৈতিক কর্মকাণ্ডে অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলের মাধ্যমে অতিরিক্ত অর্থ হাতিয়ে আসছিলেন। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের নগদ টাকাসহ তাদের আটক করা হয়েছে।