কুষ্টিয়ায় ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কুষ্টিয়ায় আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি ইটভাটা উচ্ছেদসহ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এইচএসবি ব্রিকসের মালিককে ৩০ হাজার টাকা ও এবিএম ব্রিকসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ।
অভিযানকালে তিনি বলেন, কুষ্টিয়ায় আইন লঙ্ঘন করে কৃষি জমিতে ইটভাটা স্থাপনের অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নীতিমালা-২০১৩ ধারা মোতাবেক দুইটি ইটভাটায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।