পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষক বরখাস্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

নকল সরবরাহের দায়ে বরখাস্ত শিক্ষক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.তম

নকল সরবরাহের দায়ে বরখাস্ত শিক্ষক, ছবি: বার্তাটোয়েন্টিফোর.তম

কুষ্টিয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে বরখাস্ত ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই শিক্ষক হলেন এস এম আব্দুল মোনায়েম। তিনি ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার হালিমা বেগম একাডেমি কেন্দ্র পরিদর্শনকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এই সাজা দেন।

ইউএনও সোহেল মারুফ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ছিলেন। পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে নকল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে তাকে হল থেকে সাময়িক বরখাস্ত, ২০ হাজার টাকা জরিমানা এবং এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সব কার্যক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন