দৌলতপুরে মাদকসহ ব্যবসায়ী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

আটক মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর

আটক মাদক ব্যবসায়ী আমিরুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর

কুষ্টিয়ার দৌলতপুরে আমিরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার দৌলতপুর থানাধীন তেকালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪৮ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ওসি জানান, আমিরুল ইসলামের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।