কুষ্টিয়ায় অস্ত্র ও গাঁজাসহ আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

গাঁজাসহ আটক হওয়া ব্যক্তিকে র‍্যাব গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, ছবি: সংগৃহীত

গাঁজাসহ আটক হওয়া ব্যক্তিকে র‍্যাব গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে, ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (৩৮) ও মোছা. রেহানা খাতুন (৩৫)কে আটক করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহিরমাদি গ্রামস্থ কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

এ সময় ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ উপজেলার পূর্ব বাহিরমাদি এলাকার মো. শরিফুল ইসলামের স্ত্রী মোছা. রেহানা খাতুন ও একই এলাকার মৃত জারমান আলী সর্দারের ছেলে মো. সাইফুল ইসলামকে ২টি চাপাতিসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।