ফেনসিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
কুষ্টিয়ায় পৃথক অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা উপজেলার পাইকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা উপজেলার পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে কয়েকটা যাত্রীবাহী বাস তল্লাশিকালে বিশেষ কায়দায় লুকানো ২৫ বোতল ফেনসিডিলসহ মো. সাইফুল ইসলাম এবং অন্য আরেকটি বাসে তল্লাশি চালিয়ে পোটলায় বাঁধা এক কেজি গাঁজাসহ তিলকজান নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তারা নিয়মিত মাদকের চোরাচালানের সাথে জড়িত। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।