আ'লীগ কচুপাতার পানি নয়: হানিফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে টলমল করে পড়ে যাবে। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের গভীরে আছে। দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের জনগণ যতদিন আছে এই আওয়ামী লীগকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়াসহ বিএনপি নেতারা তাদের কৃতকর্মের জন্য জেল খাটছেন। ২১ আগস্টের গ্রেনেড হামলা, জ্বালাও পোড়াও রাজনীতি, দুর্নীতি ও অপ-রাজনীতির জন্য তারা এখন তাদের পাপের সাজা ভোগ করছেন। তারেক রহমানের হাওয়া ভবনে বসে চক্রান্ত করেছে। সে সময় কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছিল।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানার পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম, সদস্য পারভীন জামান কল্পনা, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।

বিজ্ঞাপন

সম্মেলন শেষে আলহাজ্ব রফিকুল আলম চুনুকে সভাপতি ও আলহাজ্ব শামীমুল ইসলাম ছানাকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।