বরিশালে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. তরিকুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ নভেম্বর) র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের শার্শা থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী বরিশালে ফেনসিডিল নিয়ে আসছে- সোমবার (৪ নভেম্বর) বিকেলে এমন সংবাদে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বরিশাল-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসায়।

বিজ্ঞাপন

এসময় পিরোজপুর জেলার সদর এলাকায় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ি থেকে ৫ হাজার ৮০০ পিস ফেনসিডিলসহ মো. তরিকুল ইসলামকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তরিকুল ইসলাম যশোর জেলার শার্শা থানার বাসিন্দা মো. ছাবেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেনসিডিলের চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।