ভাগ করে সংসারের দায়িত্ব পালন করা উচিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

রান্না উৎসবে বক্তব্য দিচ্ছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

রান্না উৎসবে বক্তব্য দিচ্ছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সবাইকে ভাগ করে সংসারের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

পুরুষদের উদ্দেশে তিনি বলেছেন, ‘ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করুন। সবাইকে ভাগ করে সংসারের দায়িত্ব পালন করা উচিত। দেখবেন আপনার পরিবারে কোনো সমস্যা থাকবে না। আপনাদের যৌথ এই প্রচেষ্টার কারণে এগিয়ে যাবে পরিবার ও ভালোবাসার বাংলাদেশ।’

বিজ্ঞাপন

সোমবার (৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ভিন্নরূপে পুরুষদের রান্না উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একশনএইড বাংলাদেশ ও এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধার উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

নারীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা আমাদের অনেক উপরে অবস্থান করছেন। এ দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী। সেখানে নারীদের যেকোনো দাবি সংসদে উপস্থাপন করতে পারলে, তা পাশ হয়ে যাবে ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী ফিল্ড অপারেশন সুরুজ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলার সিভিল ডা. এবিএম আবু হানিফ, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, একশনএইড বাংলাদেশের প্রকল্প পরিচালক ইসরাত জাহান বিজুসহ প্রমুখ।