গাইবান্ধায় দু'গ্রুপের সংঘর্ষে আহত ১০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
রোববার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার শাখার ইউনিয়নের দশনাল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া (৪৫) এর সাথে একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে সাইফুল ইসলাম গংদের দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী আদালতে মামলা চলছিল। গত ১৬ অক্টোবর সাইফুলদের পক্ষে রায় ঘোষণা করেন আদালত।
রায়ের পরও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আদালতের রায় নিয়ে সাইফুল গংরা ওই জমিতে গেলে গোলাম কিবরিয়াসহ তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ বৈরাগী হাট পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ ইমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।