কুষ্টিয়ায় পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবি
পদ্মার প্রবল ভাঙনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও তালবাড়িয়া ইউনিয়নের ৭ কি.মি. এলাকার কৃষিজমি, বাড়িঘর, সরকারি স্থাপনা ও স্কুল-মাদরাসা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আক্রান্তদের দাবি অবিলম্বে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের।
দীর্ঘ ১৫ বছরের ভাঙনে বহলবাড়িয়া ইউনিয়নের ৩টি গ্রামসহ সাড়ে ৪শ হেক্টর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এর ফলে সাড়ে ৭শ কৃষক পরিবার এখন ছিন্নমূল জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।
বহলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, 'সাম্প্রতিক ভাঙনের জন্য প্রধানত দায়ী অবৈধ বালিঘাট। পানি মিশ্রিত বালি নদী থেকে ২শ বা ৩শ মিটার দূরে সমতল কৃষি জমিতে পাহাড় সমান উঁচু করে রাখা হচ্ছে। বালিমিশ্রিত পানির কারণে সমতল জমি ধসে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।'
গত ১০ বছরের ভাঙনে তালবাড়িয়া ইউনিয়নের ৭টি গ্রামসহ ৭শ হেক্টর আবাদি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। প্রায় এক হাজার কৃষক পরিবার সবকিছু হারিয়ে এখন গুচ্ছগ্রামের বাসিন্দা হয়েছেন।
আয়শা বেগম নামের এক গৃহিণী জানান, ২০ পূর্বে বিয়ের সময় তার শশুরবাড়ি ছিল সচ্ছল। ভাঙনের শিকার হয়ে মাথা গোঁজার ঘরটিও ভেঙে গেছে। এক সময়ে স্বামী আমানত কৃষি কাজ করলেও এখন সে ভ্যান চালিয়ে জীবন ধারণ করে। সর্বনাশা এই ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তার।
তাল-বাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল বলেন, 'ভাঙনে ইউনিয়নের তিন ভাগের দুই ভাগ নদীগর্ভে চলে গেছে। যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে মিরপুর উপজেলার মানচিত্র থেকে খুব শীঘ্রই তালবাড়িয়া ইউনিয়ন হারিয়ে যাবে।'
পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা অসীম সরকার বলেন, 'এখানকার ভাঙনের তীব্রতা ঠেকানোর একমাত্র সমাধান বড় কোন প্রকল্পের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা নেয়া।'
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'পদ্মার ভাঙ্ন কবলিত ৭ কি.মি. এলাকায় ভাঙ্ন রোধে বিশেষজ্ঞ টিমের পরামর্শক্রমে প্রকল্প প্রণয়ন ও মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সেটা এখন প্রি-একনেক পর্যায়ে আছে। অনুমোদনের অপেক্ষায় আছি। অনুমোদন পেলে এই ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে।'
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, 'পদ্মার ভাঙ্ন রোধে প্রেরিত প্রকল্প অনুমোদন পেলে স্থায়ী ব্যবস্থা হবে। বালিঘাটের কারণে ভাঙনের তীব্রতা বেড়ে যায়-এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।