লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক বিক্রেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কালা বাবুল, ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ কালা বাবুল, ছবি: সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ৩৬৫ পিস ইয়াবাসহ ‘গুলিবিদ্ধ’ বাবুল মিয়া ওরফে কালা বাবুল (৪৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পাকারমাথা এলাকায় অভিযান চালালে মাদক কারবারি কালা বাবুলের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে ৩৬৫ ইয়াবাসহ কালা বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে ছিনিয়ে নেওয়া চেষ্টা করে ফের হামলা চালালে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেটের গুলি ছুড়ে। এতে কালা বাবুল গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্য আব্দুল ওহাব ও আশাদুজ্জামান আহত হয়েছেন।

ওসি মকবুল হোসেন আরও জানান, গ্রেফতার কালা বাবুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।