‘সাতছড়ি জাতীয় উদ্যানকে নতুন করে সাজানো হবে’

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শনকালে পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শনকালে পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

রোববার (২৭ অক্টোবর) হবিগঞ্জের মাধবপুরে সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘সাতছড়ি জাতীয় উদ্যানের জন্য বড় ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে। শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে। সাতছড়ি উদ্যানের সকল অবকাঠামো নতুন করে বাস্তবায়ন করা হবে। পর্যটকদের জন্য নির্মাণ করা হবে রেস্ট হাউজ।’

তিনি বলেন, ‘প্রাকৃতিক নৈস্বর্গের লীলাভূমি আমাদের বাংলাদেশে পর্যটন শিল্পের রয়েছে অপার সম্ভাবনা। অপরিমেয় সৌন্দর্য বিস্তৃত এই দেশে প্রতিবছর নতুন নতুন বিদেশি পর্যটক আসছে। আর তাই পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন পর্যটন স্পটকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।’

এ সময় তার সঙ্গে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আমিরুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।