অবৈধভাবে বালু উত্তোলন, মেশিন মালিকের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলার রফিকুল ইসলাম (৩৫) নামে এক মেশিন মালিককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার(২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) জয়শ্রী রানী রায় এ আদেশ দেন। মেশিন মালিক রফিকুল ইসলাম উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বালাপুকুর দুরারকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ড্রেজার মেশিনে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। পরে মেশিন মালিক রফিকুল ইসলামকে আটক করা হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রফিকুল ইসলামকে সকালে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরো জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযান অব্যহত থাকবে ।