বরগুনায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনার মানচিত্র, ছবি: সংগৃহীত

বরগুনার মানচিত্র, ছবি: সংগৃহীত

বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ এলাকায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সামগ্রীসহ নগদ ১৯০০ টাকা উদ্ধার করে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোড়াপদ্মা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, সদর উপজেলার গোড়া পদ্মা এলাকার ইয়াকিন আলীর ছেলে মো.শহিদ হাওলাদার (৪২) একই গ্রামের তাজেম আলী পঞ্চায়েত এর ছেলে পান্না পঞ্চায়েত (৪০),ঢলুয়া এলাকার নজরুল খানের ছেলে মামুন খান (৩৮), বাবুগঞ্জ এলাকার শাহজাহান কাজীর ছেলে ফারুক কাজী (৪৫), আগাপদ্মা এলাকার আবুল হাসেম এর ছেলে করিম খান (৪৫)।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ইয়াকিন আলীর বাড়িতে জমজমাট জুয়ার আসর চলছে এমন সংবাদ পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাড়ির ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমরা হাতেনাতে ৫ জুয়াড়িকে জুয়ার উপকরণসহ আটক করি। এরপরে রাত ৮ টার দিকে তাদের বরগুনা সদর থানায় আনা হয়। আটককৃতদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।'

বিজ্ঞাপন