ফরিদপুরে শুরু হচ্ছে নুরু মিয়া গোল্ডকাপ টুর্নামেন্ট
‘একমাত্র খেলাধুলাই পারে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে যুব সমাজকে রক্ষা করতে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শনিবার (১৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে খন্দকার নুরুল হোসেন (নুরু মিয়া) নূরু মিয়া গোল্ডকাপ টুর্নামেন্ট।
এ টুর্নামেন্টে ফরিদপুরসহ দেশের ১২টি এবং ভারতের দুটি দলসহ মোট ১৪টি দল অংশ নেবশুক্রবার (১৮ অক্টোবর) খন্দকার নুরুল হোসেন (নুরু মিয়া) নূরু মিয়া গোল্ডকাপ টুর্নামেন্ট কমিটি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
দুপুরের দিকে ফরিদপুর শেখ জামাল স্টোডিয়ামের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খন্দকার ইসতিয়াক হোসেন মারুফ জানান, শনিবার বিকেল ৩টায় শেখ জামাল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় এ টুর্নামেন্টে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাসহ দেশের ১২টি দল এবং ভারতের কলকাতার কাস্টমস ক্লাব ও কলকাতা ভাবনীপুর এফ সি ফুটবল দল অংশ নেবে।
দেশের অন্য যেসব জেলা দল এ টুর্নামেন্টে অংশ নেবে সেগুলো হলো সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, বরগুনা জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা জেলা ক্রীড়া সংস্থা, নরায়নগঞ্জ জেরা ক্রীড়া সংস্থা, পাবনা জেলা ক্রীড়া সংস্থা ও ঝিনাইদহ জেলা ফুটবল এসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৪টি দল ‘ক’ ও ‘খ’ এই দুটি গ্রুপে ভাগ হয়ে নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে অংশ নেবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এ টুর্নামেন্ট কমিটির সভাপতি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, উন্নয়নের পাশাপাশি খেলাধুলার জন্য এ জাতীয় টুর্নামেন্ট আয়োজন করা জরুরি, কেননা উন্নয়নের পাশাপাশি মানসিক স্বস্তি প্রয়োজন। এ মানসিক প্রশান্তি ও স্বস্তি আনতে পারে সংস্কৃতি চর্চা ও খেলাধুলা।
ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম খন্দকার লভী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমনিয়াজ হাসান রুবেল।
চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ দেওয়ার পাশাপাশি সাত লাখ টাকা এবং রানারআপ দলকে ট্রফির পাশাপাশি তিন লাখ টাকা প্রাইজ মানি দেওয়া হবে।