ফরিদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুর সদর উপজেলায় নিজ বাড়িতে ঝর্ণা মন্ডল (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রাম থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত ঝর্ণা মন্ডল ওই গ্রামের দুলাল মন্ডলের স্ত্রী। ঝর্ণা মন্ডল এক ছেলে ও এক মেয়ের মা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, বাড়ি থেকে স্বামী ও ছেলে যাওয়ার পর বিকেলের কোন এক সময়ে ধারালো অস্ত্র দিয়ে ওই গৃহবধূর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বসতবাড়ির যে ঘরে এ হত্যাকাণ্ড ঘটেছে সেটির দরজা খোলা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, এটি একটি ‘ক্লিন’ হত্যাকাণ্ড। হত্যাকারীরা হত্যা করতেই এসেছিল। তারা কোন সহায় সম্পত্তির উপর হাত দেয়নি।

তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।