পাটগ্রামে ৫৭০ কেজি ভারতীয় চা-সহ ৪ চোরাচালানকারী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া ভারতীয় চা, ছবি: সংগৃহীত

উদ্ধার হওয়া ভারতীয় চা, ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে ৫৭০ কেজি ভারতীয় চাসহ চার চোরাচালানকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৬টার দিকে উপজেলার দহগ্রামের পানবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, আব্দুল রফিকের ছেলে ইউসুফ আলী (২৫), ফয়েজ আলীর ছেলে আজগর আলী (২৬), নুর ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৪), মৃত. হেলাল উদ্দিনের ছেলে মো. সুমন মিয়া (২৩)। এরা সবাই উপজেলার দহগ্রাম ইউনিয়নের পানবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা।

জানাগেছে, উপজেলার দহগ্রাম-পানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় চা চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে পানবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করলে ৫৭০ কেজি ভারতীয় চা উদ্ধার হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৪ জন চোরাচালানকারীকে আটক করে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মহন্ত বার্তাটোয়েন্টিফোর.কমকে আরো জানান, চার চোরাচালানকারীকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।