রিফাত হত্যাকাণ্ড: অপ্রাপ্ত বয়স্ক আসামির আত্মসমর্পণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

রিফাত হত্যাকাণ্ড, ছবি: সংগৃহীত

রিফাত হত্যাকাণ্ড, ছবি: সংগৃহীত

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্ত বয়স্ক আসামি রাকিবুল হাসান নিয়ামত আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন নিয়ামত। আদালত তার আবেদন শুনানির জন্য শিশু আদালতে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী মো. মোস্তফা কাদের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন