মেহেরপুরে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার
মেহেরপুর সদর উপজেলায় নিজ ঘর থেকে তাহমিনা খাতুন (৫৮) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত তাহমিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃত রহিম বক্সের মেয়ে।
নিহতের বড় ভাবি ছমিরন নেছার আভিযোগ, প্রতিবেশী তাহের আলীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বুধবার (৯ অক্টোবর) রাতে আঁধারে তাহমিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা বলেন, ‘তাহমিনার শরীরের হত্যা কিংবা আত্মহত্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মুখে বমির দাগ এবং চোখ ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তাই মৃত্যুর কারণ, জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’