ভিজিএফের চাল রাখার দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

জব্দকৃত ভিজিএফের চাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জব্দকৃত ভিজিএফের চাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট শহরের শাহজাহান কলোনীর ডালপট্টি মোড়ে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ভিজিএফের ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল রাখার দায়ে গোডাউন মালিক ইকবাল হোসেনকে (৩৮) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএস রাহসিন কবির।

বিজ্ঞাপন

ইকবাল হোসেন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ জানান, সরকারি ভিজিএফের চাল শহরের ডালপট্টি মোড়ের ইকবাল হোসেনের চালের গোডাউন রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাত ৯টার দিকে অভিযান চালায়। অভিযানে ইকবাল হোসেনের চালের গোডাউন থেকে ভিজিএফের ৬৫ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় গোডাউনের মালিক ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএস রাহসিন কবির তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সকাল ১০টায় লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।