কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুষ্টিয়ায় ট্রাকচাপায় পারভেজ (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলের দিকে কুষ্টিয়া-পাবনা সড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ সদর উপজেলার জুগিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, বিকেলের দিকে জুগিয়া এলাকা থেকে পারভেজ মোটারসাইকেলযোগে ভেড়ামারা যাচ্ছিলেন। পথিমধ্যে তালবাড়িয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পারভেজ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।