আবরারের দাফন সম্পন্ন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায় তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গোরস্থানে তার তৃতীয় ও শেষ জানাজা পর দাফন সম্পন্ন হয়।

অপরদিকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন আবরারের গ্রামবাসীরা।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়িতে পৌঁছায় আবরার। সেখানে সকাল সাড়ে ছয়টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে আসা হয় গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা এলাকায়।

আরও পড়ুন: আবরারকে শেষবারের মতো দেখতে মানুষের ভিড়

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আবরারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজে ১৮ জন শনাক্ত

আবরার হত্যা: সিসিটিভি’র ফুটেজে যা দেখা যায়

আবরার হত্যার ঘটনায় ৬ জন আটক