কুষ্টিয়ায় আবরারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ভোর সাড়ে ৫টার দিকে আবরারের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভোর সাড়ে ৫টার দিকে আবরারের মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ মুজাহিদের মরদেহ কুষ্টিয়া শহরের পিটিআই সড়কের নিজ বাড়িতে পৌঁছেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স যোগে নিজ বাড়িতে পৌঁছায়। সেখানে সকাল সাড়ে ছয়টায় আবরারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন



আবরারের মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে শত শত মানুষ ভিড় জমাতে থাকে। আবরারের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শেষবারের মতো তার মরদেহ দেখতে ছুটে আসেন।

পরে সকাল সাড়ে ৬টায় পিটিআই রোডস্থ স্থানীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাসভবনের সামনে আবরারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আবরারের শেষ ফেসবুক স্ট্যাটাস!

নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, সকাল ৮টায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স যোগে আমাদের গ্রামের বাড়ি কুমারখালীর উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: আবরারের আইডিতে ‘রিমেম্বারিং’ ট্যাগ যুক্ত করল ফেসবুক 

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজে ১৮ জন শনাক্ত

 আবরার হত্যা: সিসিটিভি’র ফুটেজে যা দেখা যায়

আবরার হত্যার ঘটনায় ৬ জন আটক