পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

হরিণের মাংস। ফাইল ছবি।

হরিণের মাংস। ফাইল ছবি।

বরগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ আবদুস সোবহান (৫৬) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিন চালিত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আবদুস সোবহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।