কুষ্টিয়ায় শিক্ষাবৃত্তি ও সম্মাননা পেল শিক্ষার্থীরা
কুষ্টিয়ায় মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করেছে কুষ্টিয়া চেম্বার অব কমার্স। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে চেম্বার ভবনের এমআরএস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষাবৃত্তি ও সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান এবং শিক্ষাবৃত্তি ও সন্মাননা কমিটির আহ্বায়ক ওমর ফারুক।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। তোমরা মনে রাখবে মেধা ও নৈতিকতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। তাই নিজেকে তৈরি করে প্রকৃত দেশপ্রেমিক হিসাবে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠান শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই শতাধিক অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।