ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় নিজের পোষা বিষাক্ত সাপের কামড়ে ঘেরঘেরু (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকালে ওই উপজেলার সিংগারোল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দীকুর রহমান।
নিহত ঘেরঘেরু সিংগারোল গ্রামের তাকাসু রামের ছেলে।
চেয়ারম্যান জানান, সাপুড়ে ঘেরঘেরু বিভিন্ন স্থানে সাপখেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার সকালে প্রতিদিনের ন্যায় ওই সাপুড়ে এক জায়গায় সাপখেলা দেখানোর আগে তার নিজ বাড়িতে ১০টি পোষা সাপকে খাবার খাওয়ানোর জন্য গেলে একটি বিষাক্ত সাপ সাপুড়ের হাতে কামড় দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ওঝা ও কবিরাজ বাড়িতে ডেকে এনে ঝাড়ফুঁক দিয়ে সাপুড়েকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শত চেষ্টার পরও শুক্রবার বিকালে সাপুড়ে মারা যান।