ঠাকুরগাঁওয়ে রশিক রায় মন্দিরে ১৪৪ ধারা জারি
দুর্গাপূজায় সনাতন ধর্মালম্বী ও ইসকন পন্থিদের মধ্যে সংঘর্ষ এড়াতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) থেকে পূজা শেষ না হওয়া পর্যন্ত ও পরবর্তী কোন আদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা.কে.এম কামরুজ্জামান সেলিম।
জানা যায়, ২০০৯ সালে রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থি ও সনাতন ধর্মালম্বীদের মাঝে একটি সংঘর্ষ হয়। এরপর থেকে প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই মন্দিরে দুর্গাপূজার সময় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে।
জেলা প্রশাসক জানান, আবারও যেন এ ধরনের কোন ঘটনা না ঘটে তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুক্রবার সকাল থেকে শুরু করে দুর্গাপূজার শেষ দিন পর্যন্ত ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজা শেষ হলে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে সেই সাথে এটা সমাধানের একটা ব্যবস্থা করা হবে।