ভোলায় জলদস্যু জাকির গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভোলার মেঘনা নদীর জলদস্যু জাকির বাহিনীর প্রধান মো. জাকিরকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে দুইটি এক নলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। 

শুক্রবার (০৪ অক্টোবর) ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জলদস্যু জাকির ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের টিটু হাওলাদারের ছেলে।

বিজ্ঞাপন

কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি এক নলা পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাকিরের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, জাকির ভোলার মেঘনা নদীর জলদস্যু। তার ভয়ে জেলেরা আতঙ্কিত ছিল। অনেক জেলে তার ভয়ে রাতে নদীতে মাছ শিকারে যেত না। জাকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।