ডেঙ্গুতে দৌলতপুর ডিগ্রি কলেজ ছাত্রের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের ছাত্র ইমরান হোসেনের (২৭) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইমরান দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি দৌলতপুর ডিগ্রি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইমরানের চাচাতো ভাই লিটন হোসেন জানান, তিনদিন আগে ইমরান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।