কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনি। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী জনির (২৮) বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনি সদর উপজেলার পশ্চিম আব্দালপুর গ্রামের বকুলের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৬ মে সন্ধ্যায় স্ত্রী জোনাকী খাতুনকে (১৯) বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা যৌতুক এনে দিতে বলেন জনি। এতে রাজি না হওয়ায় জোনাকীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় জোনাকীর মা আসমা খাতুন বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন