রিফাত হত্যা: কিশোর আসামি মারুফের জামিন নামঞ্জুর
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত কিশোর আসামি মারুফ মল্লিকের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) বিকেলে শুনানি শেষে বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু জানান, বিকেলে রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ১১ নম্বর আসামি মারুফ মল্লিকের জামিন আবেদন করা হয়। এরপর শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। মারুফ মল্লিক যশোর শিশু-কিশোর সংশোধনাগারে রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে তার স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল লোক। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।