পদ্মার ভাঙনে হুমকির মুখে কুঠিবাড়ী রক্ষা বাঁধ
কুষ্টিয়ার পদ্মায় পানি বৃদ্ধির কারণে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালুয়া অংশে শিলাইদহ কুঠিবাড়ী রক্ষা বাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। বাঁধ রক্ষায় বালুর বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, পদ্মায় পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুই ঘণ্টায় পানি বাড়েনি। স্থিতিশীল রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বুধবার সকাল ১০টায় সর্বশেষ পরিমাপে কুষ্টিয়ার হার্ডিঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপরে ছিল।
শিলাইদহের কোমরকান্দি গ্রামেও ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। রাস্তা ভেঙে নদীর ভেতর চলে গেছে। এতে করে চরম হুমকির মুখে পড়েছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী রক্ষা বাঁধ। ফসলহানি, বসতবাড়ি, স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পিযুষ কুণ্ডু জানান, পানি আরও বাড়লে চরম ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া আছে।