ফুলবাড়ীতে নেশা জাতীয় দ্রব্য খেয়ে একজনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রাম জেলা, ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলা, ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নেশা জাতীয় দ্রব্য খেয়ে ফারুক (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯ টার দিকে বন্ধুদের সাথে নেশা জাতীয় দ্রব্য খেয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত ফারুক লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের মোঃ আঃ করিমের ছেলে।

স্থানীয়রা জানান, ফুলবাড়ীর শেখ হাসিনা ধরলা সেতুতে বন্ধুদের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খেয়ে ফারুক অসুস্থ হয়। বন্ধুরা রাত ১০ টার দিকে অসুস্থ ফারুককে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।