কুষ্টিয়ায় মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী একজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার শিবনগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম ওরফে সাদিক ও একই উপজেলার চন্দবাস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হবি। এর মধ্যে হবি জামিনে ছিলেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার এজহারে জানা যায়, ২০১৭ সালের ১৩ অক্টোবর দুপুরে কুষ্টিয়া শহরের চালের বর্ডার এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ আসামিদের গোয়েন্দা পুলিশ আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করেন। একই বছর ২৮ ডিসেম্বর তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় পুলিশ।