কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ: ২ যুবকের যাবজ্জীবন
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় মাসুদ রানা (২৬) ও তরিকুল ইসলাম ওরফে গোসাই (২৮) নামে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
মঙ্গলবার (১ আক্টোবর) দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান দুই আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের শহীদ উদ্দিনের ছেলে এবং তরিকুল ইসলাম ওরফে গোসাই খলিল উদ্দিনের ছেলে।
শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের পিপি অ্যাডভোকেট মেহেদী হাসান জানান, ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে স্কুলছাত্রী মিরপুর উপজেলার ভারল গ্রাম থেকে নানি বাড়ি চিথলিয়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় এবং উপজেলার কাটদহচর এলাকায় মাঠের মধ্যে একটি হ্যাচারীর পাশে ওড়না ও গামছা দিয়ে হাত/মুখ বেঁধে জোড়পূর্বক ধর্ষণ করেন আসামিরা।
এ ঘটনায় ওই ছাত্রীর নানি সামেলা খাতুন বাদী হয়ে মিপুর থানায় ধর্ষণ মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট দেয় পুলিশ।