সরকারি বাংলা কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা

  • সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

মো. তানভীর আহম্মেদ পিয়াল, ছবি: সংগৃহীত

মো. তানভীর আহম্মেদ পিয়াল, ছবি: সংগৃহীত

মিরপুরের সরকারি বাংলা কলেজের মো. তানভীর আহম্মেদ পিয়াল (২৫) নামে বিবিএ’র এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান খলিলের একমাত্র ছেলে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় নিজ বাড়ির ঘরে কাঠের আড়ার সঙ্গে ডিশ লাইনের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘নিহতের বাবা বাদী হয়ে রাতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, নিহত তানভীর আহম্মেদ পিয়াল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল।